Swami Vivekananda Indian Art & Cultural Festival 2024
Registration Form

বিবরণী (Brochure)

"Art must be in touch with nature - and wherever that touch is gone, Art degenerates - yet it must be above nature... The secret of Greek Art is its imitation of nature even to the minutest details; whereas the secret of Indian Art is to represent the ideal."

- Swami Vivekananda

প্রতীচ্য শিল্প ভাবনার দূরতিক্রম্য প্রভাবকে দূরে রেখে ভারতীয় শিল্পকলাকে তার গৌরবময় অতীত ঐতিহ্য আর আপন স্বকীয়তায় আস্থাশীল করে তোলার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবিসংবাদিত ভূমিকা ছিল। স্বামীজী জানতেন, মানবিক মূল্যবোধের প্রকৃত উৎস নিহিত রয়েছে তার আধ্যাত্মিকতার নিগড়ে। আর তাই, তিনি বারে বারে ভারতীয় শিল্পকলার আধ্যাত্মিক মূল্যবোধের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। জোর দিয়ে উল্লেখ করেছেন, ভবিষ্যৎ ভারতের সার্বিক উৎকর্ষ কেবলমাত্র তার অতীতের উজ্জ্বল ঐতিহ্য থেকে প্রেরণা নিয়েই প্রতিষ্ঠিত হতে পারে। স্বামীজীর পদাঙ্ক অনুসরণ করে, ভগিনী নিবেদিতাও এই মতাদর্শই প্রচার করে গেছেন।

পরবর্তীকালে অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, রামকিঙ্কর বেজের মত ভারতীয় ধারার প্রবাদপ্রতিম শিল্পী ও ভাস্করেরাও তাঁদের সৃষ্টির মধ্যে দিয়ে এই বিমূর্ত ভাবনাকেই মূর্ত করে তুলেছেন।

স্বামী বিবেকানন্দ ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যালের তাই মুখ্য উদ্দেশ্য হল, শিল্পের সার্বজনীন ভাষার মাধ্যমে স্বামী বিবেকানন্দের শিল্প ভাবনার এই গভীরতাকে উপলব্ধি করা এবং এই ভাব ও ভাবনায় ভাবিত ভাবি প্রজন্মের শিল্পীদের কিছু কাজ সর্বসমক্ষে তুলে ধরা।

অংশগ্রহণের নিয়মাবলী

  1. সকল বয়সের আগ্রহী পুরুষ ও মহিলা শিল্পীরা উভয়েই অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।
  2. ভারতীয় শিল্পকলার যেকোনো ঘরানায় (Folk Art সহ) করা কাজ জমা দেওয়া যাবে।
  3. শিল্পীরা যেকোনো মাধ্যমে কাজ করতে পারবেন।
  4. মূল পর্বের প্রদর্শনীর জন্য সকলকে বাঁধাই করা ছবি দিতে হবে। মাউন্ট ছাড়া ছবির মাপ হবে সর্বোচ্চ ৩০"x৩০"(মোটামুটি ভাবে)।
  5. সরাচিত্র প্রদর্শনীতে দেওয়া যাবে।
  6. ছবি সম্পূর্ণভাবেই নিজের দায়িত্বে প্রদর্শনীর জন্য প্রদর্শনী স্থানে পৌঁছে দিতে হবে ।
  7. মূল পর্বের প্রদর্শনীর জন্য ছবি নেওয়া হবে
    তারিখ : আগামী ১৪ ও ১৫ই ডিসেম্বর ২০২৪
    সময় : সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে
    স্থান : রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বোস হাউস ক্যাম্পাস (রিষড়া, হুগলি)
  8. প্রদর্শনী শেষ হওয়ার অব্যবহিত পরে ছবি নিয়ে যেতে হবে। অন্যথায়, ৫ই জানুয়ারির পর তা প্রতিষ্ঠানের নিজস্ব হিসাবে ধার্য হবে।
  9. প্রদর্শনীতে ছবি বিক্রির ব্যবস্থা থাকবে। তবে বিক্রির যাবতীয় দায়িত্ব ও বিক্রয় লব্ধ মূল্যের সম্পূর্ণ অংশ শিল্পীর।
  10. প্রাথমিক পর্বের নির্বাচনের পর মূল পর্বের প্রদর্শনীর জন্য ছবি পাঠাতে হবে ৫০০/- নিবন্ধীকরণ মূল্যের বিনিময়ে।
  11. যাদের ছবি প্রদর্শিত হবে, তাদের প্রত্যেককে স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টার, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হবে।
  12. প্রথম পর্বের নির্বাচনের পর নির্বাচিত শিল্পীরা অনুমতি সাপেক্ষে তাদের একাধিক কাজও প্রদর্শনীতে জমা দিতে পারবেন।
TERMS & CONDITIONS

1. I declare that this art work is my own & this installation is totally unconditional.
2. The registration fees are non-refundable.