-
Home
»
-
Netaji Subhash Chandra Bose Quiz Competition 2025
নেতাজি সুভাষচন্দ্র বোস বাৎসরিক কুইজ কম্পিটিশন ২০২৫
Level 01
Age Group
14 - 18
PRIZE AMOUNT
- প্রথম পুরস্কার 14000 টাকা
- দ্বিতীয় পুরস্কার 10000 টাকা
- তৃতীয় পুরস্কার 5000 টাকা
Apply Now
Level 02
Age Group
19 - 40
PRIZE AMOUNT
- প্রথম পুরস্কার 21000 টাকা
- দ্বিতীয় পুরস্কার 11000 টাকা
- তৃতীয় পুরস্কার 5100 টাকা
Apply Now
অংশগ্রহণের নিয়মাবলী
- পশ্চিমবঙ্গের যে-কোনো স্কুল ও কলেজে পাঠরত ছাত্র-ছাত্রীরা উভয়ই অংশ নিতে পারবে।
- ছাত্র-ছাত্রীরা একক ভাবে অংশগ্রহণ করবে।
- বাছাই পর্বটিতে অনলাইনে একটি পরীক্ষা নেওয়া হবে।
- প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত পর্যায়ের জন্য স্কুল ও কলেজের প্রতিটি লেভেল থেকে বাছাই করা ১০ জনের নামের তালিকা প্রকাশ করা হবে।
- চূড়ান্ত পর্বে সাধারণভাবে সরাসরি প্রশ্ন, হু-অ্যাম-আই, অডিও রাউণ্ড প্রভৃতি থাকবে।
- পুরো প্রতিযোগিতাটি বাংলা ভাষাতে হবে।
- বাছাই পর্বের প্রশ্নগুলি নিম্নে উল্লিখিত সহায়ক গ্রন্থাবলীর মধ্যে সীমাবদ্ধ থাকবে।
- চূড়ান্ত পর্বের প্রশ্ন এই নির্ধারিত বইগুলির বাইরে থেকেও করা হতে পারে।
- প্রতিযোগিতায় কোনো প্রবেশমূল্য নেই।
সহায়ক গ্রন্থাবলীর তালিকা