Some rules & regulations to be followed by the trainees
- Attending classes at scheduled time is mandatory.
- It is mandatory to keep the mobile phones silent before entering the class.
- Students are requested to regularly keep a close eye on notice boards, institute's website and WhatsApp groups to know about course related matters and other campus activities from time to time.
- During industry visits, internships or campus interviews, special care should be taken by the trainees to ensure that their behaviour is conducive to the enrichment of the moral and ethical standards of the institution.
- It is expected that, on entering the campus, the trainees would wear such attire as would be in consonance with the spirit, taste and moral standards of this heritage institution.
- Use of camera or any other electronic gadget at the campus is strictly prohibited without permission. If found guilty, the gadget(s) will be forfeited.
- This campus is a completely smoking free zone. If anyone is found violating this rule, the institution will be bound to take appropriate disciplinary action(s) against him/her.
- Use of intoxicants of any kind is strictly prohibited in the campus. The institution reserves the right to search the personal effects of any trainee at any time at the campus. If any undesirable material is found in such search, appropriate disciplinary action will be taken as per institutional rules.
- In case of any violation of 'Institutional Code of Conduct', the institution will take appropriate disciplinary action against the concerned trainee(s). If necessary, the seat(s) of the trainees(s) will be treated as cancelled.
- After completing the course, the trainee must fulfil the following criteria in order to appear for the examination to get the certificate –
- Minimum 80% attendance is mandatory.
- The institution's consideration regarding the student should be affirmative in respect of code of conduct.
- If there is any remainder related to the course fee, the same needs to be paid before appearing for the exam.
- During the conductance of the course the decision of the college authority is final.
- Trainees are expected to participate in co-curricular activities organised at the campus at various times of the year in addition to normal curricular activities for overall development of the trainees.
- It is the responsibility of the trainees to maintain the peace, order, cleanliness, decency, and sanctity of the campus.
I have read the above-mentioned rules carefully and I am willingly applying for admission to this course. I solemnly resolve that I will abide by these rules in letter and spirit.
প্রশিক্ষণার্থীদের পালনীয় কিছু নিয়মবিধি
- নির্ধারিত সময়ে ক্লাসে অংশগ্রহণ একান্ত আবশ্যক।
- ক্লাসে প্রবেশের আগে সঙ্গে থাকা মোবাইল ফোনটিকে নিষ্ক্রিয় (Silent) করা বাধ্যতামূলক।
- কোর্স সংক্রান্ত বিষয় এবং ক্যাম্পাসের অন্যান্য কর্মকাণ্ড সম্পর্কে জানার জন্য শিক্ষার্থীদের নোটিশ বোর্ড, ক্যাম্পাসের ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে ভালোভাবে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে।
- ইন্ডাস্ট্রি ভিজিট, ইন্টার্নশিপ অথবা ক্যাম্পাসিং এর সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে, শিক্ষার্থীর আচরণ যেন প্রতিষ্ঠানের ভাব ও নৈতিক মানের সমৃদ্ধিতে সহায়ক হয়।
- এটি প্রত্যাশিত যে, ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীরা এমন পোশাক পরিধান করবেন, যা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ভাব, রুচি ও নৈতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ।
- ক্যাম্পাসে ক্যামেরা বা অন্য কোন বৈদ্যুতিক গেজেটের ব্যবহার সম্পূর্ণভাবে অনুমতি সাপেক্ষ। অন্যথায় সেটি বাজেয়াপ্ত করা হবে।
- এই ক্যাম্পাস একটি সম্পূর্ণ ধূমপান মুক্ত অঞ্চল। এর অন্যথা হলে প্রতিষ্ঠান উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য থাকবে।
- ক্যাম্পাসের মধ্যে কোন ধরনের নেশার দ্রব্য ব্যবহার কঠোর ভাবে নিষিদ্ধ। প্রতিষ্ঠান যেকোনো সময়ে যে কোন শিক্ষার্থীর সঙ্গে থাকা ব্যক্তিগত সম্পত্তি অনুসন্ধান করার অধিকার রাখে। এ ধরনের অনুসন্ধানে কোন অবাঞ্ছিত দ্রব্য পাওয়া গেলে, প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।
- যেকোন ধরনের 'প্রাতিষ্ঠানিক আচরণবিধি' ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে, প্রতিষ্ঠান উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। প্রয়োজনে শিক্ষার্থীর আসনটি বাতিল হিসাবে ধার্য হবে।
- কোর্স শেষ হওয়ার পর শংসাপত্র পাওয়ার জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে শিক্ষার্থীকে নিম্নোক্ত নির্ণায়কগুলি পূরণ করতে হবে -
- ন্যূনতম ৮০% উপস্থিতি একান্ত আবশ্যক।
- আচরণবিধি সংক্রান্ত ক্ষেত্রে শিক্ষার্থীর সম্পর্কে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত ইতিবাচক হতে হবে।
- কোর্স ফিস সংক্রান্ত কোনো অর্থ বকেয়া থাকলে পরীক্ষায় বসার আগে তা মিটিয়ে দিতে হবে।
- কোর্স সংক্রান্ত ক্ষেত্রে কর্তৃবাচ্যের সিদ্ধান্তই চূড়ান্ত।
- শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য প্রথাগত পাঠক্রমিক কার্যকলাপের বাইরেও বছরের বিভিন্ন সময় ক্যাম্পাসে আয়োজিত সহপাঠক্রমিক কার্যকলাপে শিক্ষার্থী অংশগ্রহণ করবেন, এটি প্রত্যাশিত।
- ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা, পরিছন্নতা, শান্তভাব, শালীনতা ও পবিত্রতা বজায় রাখা শিক্ষার্থীর দায়িত্ব ।
উপরের উল্লিখিত নিয়মাবলী আমি সযত্নে পড়েছি এবং নিজের ইচ্ছায় কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য আবেদন করছি। আমি অঙ্গীকার করছি যে, এই নিয়মাবলী আমি সম্পূর্ণভাবে মেনে চলতে বাধ্য থাকব।